Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীর প্রতি কৃতজ্ঞতায় উৎসব থাইল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নদীর উপকারিতা উপেক্ষা করা যায় না। তাই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতিবছর উৎসবের আয়োজন হয় থাইল্যান্ডে। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় লয় ক্রাথং উৎসব। থাইল্যান্ডে বর্ষার পর প্রতি বছর এ উৎসব পালন করেন বাসিন্দারা। উৎসব শুরু হয় সন্ধ্যার আকাশে আতশবাজি দিয়ে। তারপর নদীর কাছে চলে যান সবাই। ক্রাথং, অর্থাৎ গাছের পাতা দিয়ে তৈরি করা বাক্সে মোম জ্বালানো হয়। সেই পাতার ভেলা নদীতে ভাসানোর মাধ্যমে শুরু হয় উৎসবের আমেজ। লয় ক্রাথং উৎসবে যে কোনো বয়সের যে কেউ অংশ নিতে পারেন। অনেক বাবা-মা সন্তানদেরও সঙ্গে নেন এই উৎসব পালন করতে গিয়ে। নদীমাতৃক প্রায় সব দেশেই কাগজের নৌকো ভাসানোর প্রচলন রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে। বড়রাও এতে যুক্ত হয়ে আরও রাঙিয়ে তোলেন উৎসবকে। লয় ক্রাথং উৎসবের মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ফসল তোলার মৌসুম শেষের আনন্দও উদযাপন করেন। কিন্তু উৎসব শেষ হতে না হতেই ব্যবহৃত ফুল ও পাতার বর্জ্যে ভরে যায় নদীর চারপাশ। আবারও পানি পরিষ্কারে নেমে যান সংশ্লিষ্টরা। সমালোচকরা বলছেন, উৎসব পালন করতে গিয়ে আবার নদীর পানিকেই দূষিত করা হচ্ছে। ডয়েচে ভেলে, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ