বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় নকল হারবাল ক্রিম মালিক মাসুদ রানা (৩৭) কে ১ বছরের কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ অক্টোবর) উপজেলার রামজীবনপুর গ্রামে লতা হারবাল ক্রীম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত মাসুদ রানা উপজেলা সদরের রামজীবনপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
রবিবার (২১ অক্টোবর) সন্ধা সাড়ে ৭টা থেকে রাত্রী সাড়ে ১০টা পর্যন্ত র্যাব এ অভিযান পরিচালা করে। এসময় কারখানা থেকে ১ হাজার পিস কাফি ব্যান্ডের ও লতা হারবাল ক্রীমের খালী মোড়কসহ ৫৬টি ওয়াইসি স্কীন ক্রীম, ২০০টি পাটানজলী বিউটি ক্রীম উদ্ধার করে ধ্বংস করা হয়।
সিপিএসসি র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার রামজীবনপুর এলাকায় লতা হারবাল ক্রীম কারখানায় অভিযান চালান।
এসময় ওই কারখানা থেকে বিভিন্ন কোম্পানির নাম ও স্টিকারযুক্ত নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার মালিক মাসুদ রানাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাস্মদ আনাছ পিএএ।
এছাড়াও তিনি বলেন, এখানে বিভিন্ন নামীদামী কোম্পানির প্রসাধনীর আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হতো বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।