Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনরায় করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১০:২৭ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পুনরায় করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রবিবার (২১ নভেম্বর) বার্তাসংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পুতিন জানিয়েছিলেন, এ বছরের জুনে তিনি স্পুটিনিক ভি ভ্যাকসিন নিয়েছেন। তবে এবার তিনি পুটনিক লাইট নামের অন্য একটি টিকা নিয়েছেন।
বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল রাশিয়া। পরে আরও দুটি ভ্যাকসিনকে অনুমোদন দেয় তারা।
এদিকে বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯৭০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৩১ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৫ জনের। সূত্র: রয়টার্স

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ