Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ান জের : লিথুনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করল চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৮:৪৯ পিএম

তাইওয়ানকে ডি ফ্যাক্টো দূতাবাস খুলতে দেওয়ায় লিথুনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে।
দ্বীপটিকে কেউ রাষ্ট্রের মর্যাদা দিক তা যেমন চায় না চীন, তেমনি যে অল্প কয়েকটি দেশ তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সম্পর্ক রেখেছে তা সীমিত বা ছিন্ন করতেও চাপ দিয়ে যাচ্ছে তারা।
কয়েক মাস আগে লিথুনিয়া যখন তাদের ভূখণ্ডে তাইওয়ানকে কার্যালয় খোলার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানায় তখনই চীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। গত আগস্ট মাসে তারা দেশটি থেকে তাদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপের অন্যত্র এবং যুক্তরাষ্ট্রে তাইওয়ানের যেসব কার্যালয় রয়েছে সেগুলোতে সরাসরি তাইওয়ানের নাম ব্যবহার করা হয়নি, তাইপের নামে কার্যালয় খোলা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার লিথুনিয়ায় যে দপ্তরটি খোলা হয়েছে, সেটিতে ‘তাইওয়ান’ নামই ব্যবহৃত হয়েছে।
এর প্রতিক্রিয়ায় দেওয়া কড়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লিথুনিয়া চীনের তাইওয়ান সংক্রান্ত অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের মৌল নীতিগুলোকে অবজ্ঞা করেছে।
“তাদের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করেছে এবং মোটাদাগে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, আন্তর্জাতিকভাবে খারাপ নজির সৃষ্টি করেছে,” বলেছে তারা।
বেইজিং জানিয়েছে, তারা লিথুনিয়ার সঙ্গে সম্পর্ক শার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে এনেছে, যা রাষ্ট্রদূত পর্যায়ের নিচে।
“আমরা লিথুনিয়াকে শিগগিরই তাদের ভুল সংশোধন করতে এবং তারা ভুলেও যেন জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনা জনগণের দৃঢ় আকাঙ্ক্ষা ও সংকল্পকে খাটো করে না দেখে সে আহ্বান জানাচ্ছি,” বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। তাইওয়ান যা-ই করুক না কেন, তারা যে চীনের অংশ তা কখনোই বদলাবে না, বলেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে লিথুনিয়া জানিয়েছে, তারা চীনের এ পদক্ষেপে ‘দুঃখ পেয়েছে’। “লিথুনিয়ায় তাইওয়ানের প্রতিনিধিত্ব স্বীকৃত হয়েছে অর্থনৈতিক স্বার্থ বিবেচনায়। লিথুনিয়া তার ‘এক চীন’ নীতিতেই অটল আছে, পাশাপাশি তার অধিকার রয়েছে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তৃত করার, যেমনটা অন্য অনেক দেশই করছে,” বলেছে লিথুনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাইওয়ান বলেছে, তারা একটি স্বাধীন দেশ, যার নাম চীন প্রজাতন্ত্র (তাইওয়ানের আনুষ্ঠানিক নাম)। গণপ্রজাতন্ত্রী চীন (চীনের আনুষ্ঠানিক নাম) কখনো তাদের শাসন করেনি, যে কারণে তাদেরকে নিয়ে কথা বলার অধিকারও চীনের নেই।
উল্লেখ্য, তাইওয়ানের সঙ্গে মাত্র ১৫টি দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। চলতি মাসের শেষদিকে হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সংখ্যা ১৪তে নেমে আসতে পারে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ