মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের তৈরি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় গত শুক্রবার পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ) এ ঘোষণা দেয়। অনৈতিক ও অশোভন বিষয়বস্তুর প্রচার নিয়ন্ত্রণ করবে—চীনা সোশ্যাল মিডিয়া জায়ান্ট এমন নিশ্চয়তা দেয়ার পরই পাকিস্তানে টিকটক সচল হলো।
বিবৃতিতে বলা হয়, ‘টিকটকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন যোগাযোগ চলছিল। এর ফলে তারা পাকিস্তানের বিদ্যমান আইন ও সামাজিক প্রথা অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে বেআইনি কোনো বিষয়বস্তু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আশ্বাস দিয়েছে।’
পিটিএ জানিয়েছে, কোনো ব্যবহারকারী নিয়মিত ‘বেআইনি বিষয়বস্তু’ আপলোড করলে অ্যাকাউন্ট অচল (ব্লক) করে দেওয়ার আশ্বাস দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এসব আশ্বাস পাওয়ার পরই কর্তৃপক্ষ অবিলম্বে টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ওই বিবৃতিতে জানিয়েছে পিটিএ। তবে বেআইনি বিষয়বস্তু এবং পাকিস্তানের আইন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোনো বিষয়বস্তুর প্রচার যাতে না হয়, এ জন্য নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে।
পাকিস্তান এর আগেও নানা কারণে কয়েক দফায় দেশে টিকটক নিষিদ্ধ করে। এ নিয়ে চতুর্থবারের মতো দেশটি টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। পিটিএর দেওয়া বিবৃতি অনুযায়ী, তারা চলতি বছরের ২০ জুলাই শেষবার দেশে টিকটক নিষিদ্ধ করেছিল। এর পর থেকে বিষয়টি নিয়ে টিকটকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছিল তাদের। ২০২০ সালের অক্টোবরে প্রথমবার দেশে টিকটক নিষিদ্ধ করে পাকিস্তান। অশালীন ও অনৈতিক বিষয়বস্তু নিয়ে অভিযোগের কারণে তখন টিকটক নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পিটিএ। টিকটক ‘অশ্লীলতা ছড়ানো’ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় এর ১০ দিন পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
চলতি বছরের মার্চে পাকিস্তানে টিকটক বন্ধ করতে সরকারকে নির্দেশ দেন পেশোয়ার হাইকোর্ট। গত এপ্রিলে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আবার জুনে সিন্ধু হাইকোর্ট পাকিস্তানে টিকটক বন্ধের নির্দেশ দেন। আদালতের নির্দেশের কয়েক দিনের মাথায় নিষেধাজ্ঞা উঠে পাকিস্তানে আবার টিকটক সচল হয়। গত জুলাইয়ে ‘আপত্তিকর বিষয়বস্তু’ অপসারণ করতে ব্যর্থতার জন্য পাকিস্তানে আবার টিকটককে নিষিদ্ধ করে পিটিএ। শুক্রবার সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।