মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে আরও কয়েকটি দেশের দূতাবাস খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি। তিনি বলছেন, নতুন নতুন দেশ দূতাবাস খুলবে- এর অর্থ তালেবান নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে। তুরস্ক, ইতালি এবং অতি সম্প্রতি ন্যাটো সদস্য জার্মানিও আফগানিস্তানে দূতাবাস খোলার কথা বলেছে বলে জানান তিনি।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেন, আমাদের দেশে পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং ইরানের মতো বেশিরভাগ দেশ তাদের দূতাবাস খুলতে শুরু করেছে। এখন জার্মানিও বিষয়টি নিশ্চিত করেছে।
আমির খান বলছেন, তাদের সরকার মালয়েশিয়াকে আফগানিস্তানে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে। ভারতের মালয়েশিয়ান হাইকমিশন থেকে আফগানিস্তানে কাজ করে মালয়েশিয়া। দেশটি আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে ড. মহেব রহমান স্পিংহারকে বহাল রাখা হয়েছে বলে জানান মুত্তাকি।
বার্নামার প্রতিবেদক ১৩ জন অংগ্রহণকারীদের মধ্যে একজন যারা মুসলিম কেয়ার মালয়েশিয়ার (এমসিএম) হয়ে আফগানিস্তানে নতুন তালেবানের ক্ষমতায় আসার পর থেকে মানবিক সহায়তা মিশনে যোগ দিয়েছেন।
এর আগে পাকিস্তান সফরে আমির খান মুত্তাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, যারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা বলছে, তারা মূলত দুর্নীতিগ্রস্ত আফগান সরকার গঠন করতে উদ্বুদ্ধ করছে। সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।