Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির গণঅনশন কর্মসূচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির দাবিতে সারাদেশে কেন্দ্র ঘোষিত গণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে। বিএনপি ও তার অংগসংগঠন গুলোর নেতাকর্মীদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচী পালন হলেও কোথাও কোথাও পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো জানায় : শনিবার নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণ অনশন কর্মসূচী পালন করে।

কর্মসূচীতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবতা বিরোধী অপরাধ করছে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না, এটা অমানবিক।

বরিশাল ব্যুরো জানায় : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র ব্যানারে শনিবার বরিশাল মহানগর ও জেলা কার্যালয়ের সামনে এই গনঅনশন বিকেল ৪টায় নির্বিঘ্নেই শেষ হয়েছে। মহানগর বিএনপি’র কর্মসূচী হলেও উত্তর এবং দক্ষিন জেলা বিএনপি’র নেতারা অনশনে উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির।

খুলনা ব্যুরো জানায় : খুলনায় পুলিশের বাধায় নির্ধারিত সময়ে শুরু হয়নি বিএনপির অনশন। তারা পুলিশি তৎপরতার কারণে দলীয় কার্যালয়ের সামনে বসতেই পারেনি। সকাল ৯টার আগে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। সকাল ৯টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এর মধ্যে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু কার্যালয়ের সামনে এলে নেতাকর্মীর মধ্যে প্রাণ সঞ্চার হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, কর্মসূচির বিষয়ে পূর্ব কোনো অনুমতি নেওয়া হয়নি। এছাড়া রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না। যা করতে হবে তা দলীয় কার্যালয়ের মধ্যেই করতে পারবেন তারা।

যশোর ব্যুরো জানায় : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে যশোরে গণঅনশন চলছে বিএনপির। শনিবার সকাল ৯ টায় শহরের লালদীঘিপাড়ের বিএনপি কার্যালয়ে এ গণঅনশন আয়োজন করা হয়। গণঅনশনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিনাজপুর অফিস জানায় : দিনাজপুরের লোকভবন চত্ত্বরে গণ অনশন কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীসহ সমর্থকেরা। এতে অংশ নিয়েছেন সাবেক মহিলা এমপি রেজিনা ইসলাম, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং বেশ কয়েকজন পৌর কাউন্সিলরসহ মূলদল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে জানান: নরসিংদীর জেলা বিএনপি চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গণঅনশনের আয়োজন করে। এ গণঅনশনে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা থেকে জানান : ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে। গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহন করে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বরগুনা জেলা সংবাদদাতা জানান : বরগুনা জেলা বিএনপির শান্তিপূর্ণ গণ অনশন কর্মসূচিতে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হামলায় অন্তত ১৫ আহতসহ ৮জন নেতাকর্মী গ্রেফতার করা হয়।
শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গণ অনশণ কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ অনশণে উপস্থিত ছিলেন সহসভাপতি এজেএম সালেহ ফারুক, জেলা বিএনপি নেতা মঈনুল ইসলাম মাইনুদ্দীন, জাফরুল হাসান জাফর, তারিকজ্জামান টিটু, জাহিদ মোল্লা প্রমুখ।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান : শহরের দলীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান : জেলা শহরের রথখলা ময়দানে শনিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করছেন।

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা জানান : জেলা বিএনপি সদস্য সচিবের বাস ভবনের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এড. হাছিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী সংবাদদাতা জানান : পৌর মার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই অনশন কর্মসূচী শুরু হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন প্রিন্স, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম নেনো প্রমূখ।
বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হাচান দালাল মার্কেট জামে মসজিদে পৌর ছাত্রদলের উদ্দ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান : গণঅনশন কর্মসূচি পালন করে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা বিএনপি। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক।

নাটোর জেলা সংবাদদাতা জানান : আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়েরর সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেরপুর জেলা সংবাদদাতা জানান : শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এ অনশন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে গণঅনশনে জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. হযরত আলী, সহসভাপতি হাতেম আলীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সারাদেশে বিএনপির গণঅনশন কর্মসূচি

ইনকিলাব ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির দাবিতে সারাদেশে কেন্দ্র ঘোষিত গণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে। বিএনপি ও তার অংগসংগঠন গুলোর নেতাকর্মীদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচী পালন হলেও কোথাও কোথাও পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে গেছে।
চট্টগ্রাম ব্যুরো জানায় : শনিবার নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণ অনশন কর্মসূচী পালন করে।

কর্মসূচীতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবতা বিরোধী অপরাধ করছে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না, এটা অমানবিক।

বরিশাল ব্যুরো জানায় : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র ব্যানারে শনিবার বরিশাল মহানগর ও জেলা কার্যালয়ের সামনে এই গনঅনশন বিকেল ৪টায় নির্বিঘ্নেই শেষ হয়েছে। মহানগর বিএনপি’র কর্মসূচী হলেও উত্তর এবং দক্ষিন জেলা বিএনপি’র নেতারা অনশনে উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির।

খুলনা ব্যুরো জানায় : খুলনায় পুলিশের বাধায় নির্ধারিত সময়ে শুরু হয়নি বিএনপির অনশন। তারা পুলিশি তৎপরতার কারণে দলীয় কার্যালয়ের সামনে বসতেই পারেনি। সকাল ৯টার আগে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। সকাল ৯টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এর মধ্যে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু কার্যালয়ের সামনে এলে নেতাকর্মীর মধ্যে প্রাণ সঞ্চার হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, কর্মসূচির বিষয়ে পূর্ব কোনো অনুমতি নেওয়া হয়নি। এছাড়া রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না। যা করতে হবে তা দলীয় কার্যালয়ের মধ্যেই করতে পারবেন তারা।

যশোর ব্যুরো জানায় : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে যশোরে গণঅনশন চলছে বিএনপির। শনিবার সকাল ৯ টায় শহরের লালদীঘিপাড়ের বিএনপি কার্যালয়ে এ গণঅনশন আয়োজন করা হয়। গণঅনশনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিনাজপুর অফিস জানায় : দিনাজপুরের লোকভবন চত্ত্বরে গণ অনশন কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীসহ সমর্থকেরা। এতে অংশ নিয়েছেন সাবেক মহিলা এমপি রেজিনা ইসলাম, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং বেশ কয়েকজন পৌর কাউন্সিলরসহ মূলদল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে জানান: নরসিংদীর জেলা বিএনপি চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গণঅনশনের আয়োজন করে। এ গণঅনশনে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা থেকে জানান : ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে। গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহন করে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বরগুনা জেলা সংবাদদাতা জানান : বরগুনা জেলা বিএনপির শান্তিপূর্ণ গণ অনশন কর্মসূচিতে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হামলায় অন্তত ১৫ আহতসহ ৮জন নেতাকর্মী গ্রেফতার করা হয়।
শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গণ অনশণ কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ অনশণে উপস্থিত ছিলেন সহসভাপতি এজেএম সালেহ ফারুক, জেলা বিএনপি নেতা মঈনুল ইসলাম মাইনুদ্দীন, জাফরুল হাসান জাফর, তারিকজ্জামান টিটু, জাহিদ মোল্লা প্রমুখ।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান : শহরের দলীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান : জেলা শহরের রথখলা ময়দানে শনিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করছেন।

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা জানান : জেলা বিএনপি সদস্য সচিবের বাস ভবনের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এড. হাছিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী সংবাদদাতা জানান : পৌর মার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই অনশন কর্মসূচী শুরু হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন প্রিন্স, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম নেনো প্রমূখ।
বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হাচান দালাল মার্কেট জামে মসজিদে পৌর ছাত্রদলের উদ্দ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান : গণঅনশন কর্মসূচি পালন করে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা বিএনপি। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক।

নাটোর জেলা সংবাদদাতা জানান : আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়েরর সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেরপুর জেলা সংবাদদাতা জানান : শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এ অনশন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে গণঅনশনে জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. হযরত আলী, সহসভাপতি হাতেম আলীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ