Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকে লোকারণ্য নয়াপল্টন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:২৯ পিএম

দলের চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে গণঅনশন শুরু করেছে বিএনপি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গণঅনশনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।


কর্মসূচি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে তাদের উপস্থিত বাড়তে থাকে। এ সময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা সিনিয়র নেতৃবৃন্দের কাছে কঠোর কর্মসূচির দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে কর্মসূচিকে ঘিরে বিপুল কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন এবং ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় রাস্তায় বিভিন্নজনকে আইন- শৃঙ্খলা বাহিনী তল্লাশি করতে দেখা গেছে।

গণঅনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, অঙ্গ সংগঠনের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, ফজুলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, সাদেক খান, রফিকুল ইসলাম মাহতাব, আব্দুর রহিম, হেলাল খান, জাকির হোসেন রোকনসহ হাজারো নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ