মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের সরকারি হিসেবে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে অ্যামাজনে গাছ উজাড়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) হিসেবে দেখা গেছে এক বছরে গাছ উজাড়ের পরিমাণ বেড়েছে ২২ শতাংশ। কপ২৬ আবহাওয়া সম্মেলনে ২০৩০ সাল নাগাদ যেসব দেশ বন উজাড় অবসানের প্রতিশ্রতি দিয়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির বড় অংশ জুড়ে অবস্থিত অ্যামাজন জঙ্গলে প্রায় ত্রিশ লাখ প্রজাতির গাছ ও প্রাণী ছাড়াও দশ লাখের বেশি আদিবাসী মানুষের বসতি রয়েছে। বৈশ্বির উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে অ্যামাজনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। ইনপে’র সর্বশেষ হিসেবে দেখা গেছে, ২০২০-২১ মেয়াদে অ্যামাজনের ১৩ হাজার ২৩৫ বর্গকিলোমিটার এলাকার গাছ উজাড় হয়েছে। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইটে বলেছেন, এই তথ্য একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এই সম্পর্কিত অপরাধের বিষয়ে আমাদের আরও বেশি কঠোর হতে হবে।’ তিনি আরও বলেন, এই তথ্যে গত কয়েক মাসের পরিস্থিতি সঠিকভাবে প্রতিফলিত হয়নি। প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে অ্যামাজনে গাছ উজাড় বেড়েছে। এই প্রেসিডেন্ট অ্যামাজনে কৃষি ও খনি কার্যক্রমে উৎসাহ যুগিয়েছেন। ইনপের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন বলসোনারো। ২০১৯ সালে তিনি অভিযোগ করেন সংস্থাটি ব্রাজিলের সুনামক্ষুণ্ন করছে। কিন্তু নভেম্বরের গ্লাসগো আবহাওয়া সম্মেলনে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর একটি ব্রাজিল। এই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত রয়েছে এক হাজার ৯২০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল। এই তহবিলের একটি অংশ যাবে দরিদ্র দেশগুলোতে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।