পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অনলাইন সার্চ ইঞ্জিন ‘গুগল’, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ এবং আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘অ্যামাজন’র নিবন্ধন বাধ্যতামূলক করে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়াসহ সব রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বৃস্পতিবার এ সংক্রান্ত হাইকোর্টের রায় প্রকাশ হয়েছে। রায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে। এটা বাংলাদেশের জনগণের ন্যায্য পাওনা বলেও মন্তব্য করেছেন আদালত। এর আগে ঘোষিত হাইকোর্টের দেয়া রায়ের পর্যবেক্ষণে এমন মন্তব্য করেন আদালত। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার কথা জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব। প্রসঙ্গত: গতবছর ৮ নভেম্বর বিচারপতি মো. আশরাফুর কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের তৎকালিন ডিভিশন বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। রায়ে অনতিবিলম্বে সব ইন্টারনেট ভিত্তিক কোম্পানি যেমন গুগল-ফেসবুক, ইউটিউব,অ্যামাজনকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরণের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে নির্দেশ দেয়া হয়।
রিটে ২০১৮ সালে একটি পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে ট্যাক্স ফাঁকি দেয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেন ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।