Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অ্যামাজনে বিক্রির সুযোগ পাকিস্তানের ব্যবসায়ীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের জন্য নিজেদের প্লাটফর্ম উন্মুক্ত করতে যাচ্ছে অ্যামাজন। এখন থেকে এই ই-কমার্স প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা তাদের সামগ্রী নিয়ে পৌঁছে যেতে পারবেন বিশ্বের দরবারে। অ্যামাজনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য, বস্ত্র ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা আবদুল রাজ্জাক দাউদ। খবর ডন। ই-কমার্স জায়ান্টটির এ পদক্ষেপের ফলে পাকিস্তানেরক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো (এসএমই) উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ বৈশ্বিক এ প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা বিশ্বের নানা প্রান্তের ক্রেতাদের কাছে পণ্য পাঠাতে পারবে। ২০১৯ সালের শেষ থেকে অ্যামাজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা চালাচ্ছিল পাকিস্তান। অবশেষে সেই প্রচেষ্টার সুফল মিলেছে বলে মনে করছে পাকিস্তান সরকার। অ্যামাজনের এ তৎপরতার ফলে পণ্যসামগ্রী উৎপাদনকারীরা গ্রাহকের চাহিদা বুঝতে পারবেন। নতুন পণ্য তৈরি বা তার ডিজাইন করতেও সুবিধা হবে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে পাকিস্তান। অ্যামাজনের আন্তর্জাতিক সেলার সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট এরিক ব্রাউসার্ড জানান, বিশ্বব্যাপী ই-কমার্স নেটওয়ার্কে যুক্ত হওয়া পাকিস্তানি উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামাজন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ