Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যামাজনের জন্য সিরিজ প্রযোজনায় জেনিফার লোপেজ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

কুখ্যাত বারবিজন হোটেলকে নিয়ে ‘ব্যাকওয়ার্ডস ইন হিলস’ নামে একটি সিরিজ নির্মাণ করছে স্ট্রিমিং সার্ভিস অ্যামাজন। এই সিরিজটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন গায়িকা অভিনেত্রী জেনিফার লোপেজ। অস্কার মনোনীত রিচার্ড লাগ্র্যাভিনিস এর কাহিনী লিখবেন এবং পরিচালনা করবনে। এর কাহিনী নিউ ইয়র্কের বারবিজন হোটেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব গ্ল্যামারাস নারীরা বাস করেছে তাদের নিয়ে। ম্যানহাটানের পূর্ব অংশে অবস্থিত বারবিজন ছিল শুধু নারীদের জন্য নির্ধারিত আবাসিক হোটেল। ২৩ তলা হোটেলটি ১৯২৭ সালে নির্মিত হয়। ইতালীয় রেনেসাঁ ও মুসলিম স্থাপত্য রীতিতে এটি নির্মিত হয়েছিল। ১৯৮১ পর্যন্ত এটির একতলার ওপর পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। এতে বিশেষ ও পোশাক বিধি কঠোরভাবে মেনে চলতে হত। লরেন ব্যাকল, রিটা হেওয়ার্থ, বেটি বালি, জোন ক্রফোর্ড এবং গ্রেস কেলীর মত বিখ্যাত নারীরা এতে থেকেছেন। লোপেজ, ইলেইন গোল্ডস্মিথ-টমাস, এবং বেনি মেডিনা তাদের নুয়োরিকান প্রডাকশন্সের হয়ে সিরিজটি প্রযোজনা করবেন। স্কাইড্যান্স টিভির হয়ে আরও প্রযোজনায় থাকবেন জুলি গোল্ডস্টাইন, ডেভিড এলিসন, ডেনা গোল্ডবার্গ এবং বিল বোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামাজনের জন্য সিরিজ প্রযোজনায় জেনিফার লোপেজ’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ