গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল তিনজনের। তাদের মধ্যে পুরান ঢাকায় মালামাল বোঝাই ট্রাকের ওপর থেকে পড়ে আখিল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক চালকের সহযোগী হিসেবে কাজ করতো। গতকাল ভোরে বংশাল নয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, উত্তরায় ট্রেনের ধাক্কায় মনির হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। এছাড়াও কুড়িল বিশ্বরোড এলাকায় ওভারব্রিজের নিচে ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে। বাবার নাম মুছা গাজী। বর্তমানে খিলক্ষেত এলাকাতেই থাকতেন। নিহত ব্যক্তি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।