Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবল বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত কানাডা, ভ্যানকুবার বন্ধ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১০:৩৬ এএম

ভারি বৃষ্টি, প্রবল বন্যা এবং ভূমিধ্বসে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল। একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ বাহিনী।

বুধবার (১৭ নভেম্বর) দ্য গার্ডিয়ান জানায়, এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে ভূমিধসের মধ্যে পড়ে বিলীন হয়ে গেছে একটি গাড়ি। ওই গাড়ির নারী চালক নিখোঁজ রয়েছেন।

এদিকে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশটির ব্যস্ততম বন্দর ভ্যানকুবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দরে প্রতিদিন ৪৪ কোটি ডলারের পণ্য আমদানি-রপ্তানি হয়। যেগুলোর মধ্যে রয়েছে শস্য-কয়লা-গাড়ির মতো প্রয়োজনীয় পণ্য।

ভ্যাঙ্কুভার বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে। স্থানীয় সময় সোমবার বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকাপড়া তিনশ মানুষকে উদ্ধার করা হয়েছে। এর আগে নিম্নাঞ্চল থেকে সরানো হয় ৭ হাজারের বেশি অধিবাসীকে। সূত্র: দ্য গার্ডিয়ান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ