বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় গতকাল মঙ্গলবার ষোলশহরস্থ আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় স¦াস্থ্যবিধি অনুসরণ করে ফাতেহা-ই-ইয়াজদহম মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, ১১ রবিউস সানি মুসলিম বিশ্বে ও ইসলামের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিত্ব বেলায়তের সম্রাট হযরত খাজা শেখ সুলতান সৈয়্যদ মীর মুহিউদ্দীন আবদুল কাদের জিলানীর (রা.) ওফাত দিবস। তিনি দ্বীনের প্রচার প্রসারে এবং জটিল ইসলামী তথ্য ও তাত্তি¡ক সমাধানে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। বর্তমান বিশ্বে কোটি কোটি মুসলমান কাদেরিয়া তরিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। বিশেষতঃ পাক ভারত উপমহাদেশে কাদেরিয়া তরিকার অনুসারী সবচেয়ে বেশি।
মাহফিলে ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী সামশুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়ার প্রিন্সিপাল মুফতি ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বাদ ফজর থেকে খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।