Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক মহড়ার কথা ম্যাঁখোকে বললেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কৃষ্ণসাগরে মার্কিন নেতৃত্বাধীন উস্কানিমূলক মহড়ার কারণে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে এ কথা বলেন। ক্রেমলিন এ খবর জানিয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়, উভয় নেতা তাদের অসন্তোষ প্রকাশ করেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলেও মস্কো উল্লেখ করেছে।

ক্রেমলিন বলছে, পুতিন কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানিমূলক বৃহৎ মহড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। ইউক্রেন ও এর আশেপাশে রাশিয়ার সামরিক কর্মকান্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের প্রেক্ষিতে পুতিন এ কথা বলেন। এলিসি প্রাসাদ সূত্রে জানা গেছে, ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার সমর্থনে ফ্রান্স প্রস্তুত বলে ম্যাঁখো পুতিনকে জানিয়েছেন। গত সপ্তাহে পুতিন বলেছিলেন, কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সা¤প্রতিক মহড়াকে ক্রেমলিন মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে।

এদিকে ওয়াশিংটনে পেন্টাগণ মুখপাত্র জন কিরবি রাশিয়ার এ সমালোচনা প্রত্যাখান করে বলেছেন, ইউক্রেনের কাছাকাছি রুশ সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন । তিনি আরো বলেন, আমাদের সকল মহড়াই আত্মরক্ষামূলক। ওই অঞ্চলে আমাদের অংশীদার ও মিত্রদের সাথে অঙ্গীকার অনুযায়ী এসব মহড়া চালানো হচ্ছে। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ