Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়িকা কেয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়িকা কেয়া। কাজী ইলিয়াস কল্লোলের পরিচালনায় একটি প্রতিষ্ঠিত কোম্পানীর ম্যাট্রেস’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শাহেদ শরীফ খান। কেয়া জানান, বিজ্ঞাপনটির সম্পাদনা শেষে শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। কেয়া জানান, একটি নয় একসঙ্গে তিনটি বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। কেয়া বলেন,‘কাজী ইলিয়াস কল্লোল ভাই এই দেশের একজন গুণী বিজ্ঞাপন নির্মাতা। বহুবছর আগে তার নির্দেশনায় প্রথম একটি হাউজিং-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি। পরবর্তীতে আরো অনেক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছে আমার। তিনি অনেক যতœ নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেন। তার নির্দেশনায় করা প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য আমি বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনের জন্যও ভালো সাড়া পাবো। এদিকে কেয়া এখন পাঁচটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাগুলো হচ্ছে ‘ইয়েস ম্যাডাম’,‘সীমানা’,‘কথা দিলাম’, ‘বনলতা’ ও ‘মুনাফিক’। ে মাঝে বেশকিছুদিন সিনেমায় কেয়ার বিরতি ছিলো। সাফিউদ্দিন সাফির ‘বø্যাকমানি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে আবারো কাজে নিয়মিত হন তিনি। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মধ্যদিয়ে সিনেমায় নায়িকা হিসেবে কেয়ার অভিষেক হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ