মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের নেতা রদ্রিগো দুতার্তের মেয়ে সে দেশের ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। এরই মধ্যে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন তিনি। ২০২২ সালের নির্বাচনে দুতার্তের মেয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যাপারে গগ কয়েকমাস ধরে যে গুঞ্জন ছিল, অবশেষে সেটার অবসান ঘটল। বার্ত সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের নির্বাচন কমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সারা দুতার্তে কারপিও ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা জমা দিয়েছেন। একজন প্রতিনিধির দ্বারা তিনি এটি করেছেন। সারা দুতার্তে কারপিও›র মুখপাত্র বলেছেন, শিগগিরই এ ব্যাপারে বিবৃতি দিয়ে বিস্তারিত জানাবেন। এদিকে সারা দুতার্তে কারপিওর ৭৬ বছর বয়সী বাবা রদ্রিগো দুতার্তে গত মাসেই জানিয়ে দিয়েছেন, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। সামনের বছরের মে মাসে ১১০ মিলিয়ন জনগোষ্ঠীর দেশটিতে ভোট হবে। সেই ভোটে সারা দুতার্তে কারপিও জিততে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।