বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় হট্টোগোল ও ভাংচুর হয়েছে। জেলা আহবায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ অন্তত ২৮ নেতা কর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। শনিবার বেলা এগারোটায় শহরের জেলা বিএনপি কার্যালয়ে আহবায়ক কমিটির সভা শুরু হয়। সভা শুরুর পরপর সভার সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করলে বর্তমান আহবায়ক তালিম গ্রুপের সাথে সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম গ্রুপের নেতা কর্মীরা বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর শুরু হলে সভা পন্ড হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্র ভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, শেখ কামরুল ইসলাম গোরা, সরদার অহিদুল ইসলাম পল্টু, ড:শেখ ফরিদুল ইসলাম, মোল্লা ইসহাক আলীসহ অন্তত ২৮ নেতা কর্মীকে ডিবি পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গাড়িতে করে হেফাজতে নেয়। বিকাল পর্যন্ত তারা পুলিশ হেফাজতেই ছিলেন বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে একাধিক বার চেষ্টা করেও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।