বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার পাথরঘাটায় নির্বাচনের ১৬ দিন আগেই চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট আবদুর রহমান জুয়েল। ঋণ খেলাপীর দায়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু তাকে লিখিতভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
তৃতীয় ধাপের নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবদুর রহমান জুয়েল ও ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপীর দায়ে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের ভিত্তিতে ইসলামি আন্দোলনের প্রার্থী সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করে এডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
পাথরঘাটার উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় এডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।