Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিলন জয়ী

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৭:১৬ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক আক্তার হোসেন মিলন বিজয়ী হয়েছেন। তাঁর প্রদত্ত ভোট ৩ হাজার ৪ শত ১৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা পেয়েছে ২হাজার ৬৬ভোট

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এ ফলাফল ঘোষণা করেন। চন্দ্রঘোনা প্রশাসনের কঠোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় মোতায়নের ফলে এ প্রথম ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী মো.আক্তার হোসেন মিলন বলেন,আল্লাহর নিকট শুকরিয়া যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।এবং ধন্যবা জানাই আমার দলের নীতিনির্ধারক ও যারা আমাকে কষ্ঠ করে ভোট দিতে কেন্দ্রে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী মিলন জয়ী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ