বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম (নৌকা মার্কা) ৪ হাজার ৪’শ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুর রহমান বাবুল (চশমা) পেয়েছেন ৪ হাজার ১’শ ৭১ভোট। আর ৩হাজার ৭’শ ৫৬ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এস এম লতিফুল বারী মিন্টু (ঘৌড়া)। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী এজাজ আহমেদ লাবলু (মোটর সাইকেল) পেয়েছেন ২হাজার ৪’শ ৪৬ভোট এবং সাহাদত হোসেন মন্টু (আনারস) পেয়েছেন মাত্র ১’শ ৯৮ ভোট। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রতিকর ঘটনার পাওয়া যায়নি ।
উল্লেখ্য, গত ৩১জানুয়ারী ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুখানপুকুর ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা নির্বাচনের ৫দিন আগে ২৬জানুয়ারি মৃত্যুবরণ করায় ওই ইউপি নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে গাবতলী পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের নির্বাচিত পৌর কাউন্সিলর ছামছুল প্রামানিক মৃত্যুবরণ করায় গতকাল বুধবার ওই কাউন্সিলর পদে ব্যালট পেপারের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে মিলন প্রামানিক (উটপাখি) ৮০৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আফছার আলী মিজু (ডালিম) ৭১৫ ভোট পেয়েছেন। আর শুধুমাত্র ৪২ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন জাহাঙ্গীর আলম মন্ডল (ব্লাকবোর্ড)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।