মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেই কোনো কাজ, নেই টাকা, নেই জ্বালানি, ক্ষুধায় খাবারও মেলে যৎসামান্য। কিন্তু ক্ষুধায় খাবার না মিললেও সস্তায় দেদারসে মেলে মাদক। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলির বেদদাউই শরণার্থী শিবিরের মূল রাস্তায় দাঁড়িয়ে এই সমস্যাগুলোর কথাই জানাচ্ছিলেন ফিলিস্তিনি তরুণ মোহম্মদ। মিডলইস্ট আই বৃহস্পতিবার ওই শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ হাজার শরণার্থী, যাদের অধিকাংশই ফিলিস্তিনি, ওই শিবিরেরেই এক কিলোমিটার জায়গার মধ্যে বসবাস করেন। প্রায় ভেঙে পাওয়া বাড়িগুলো জায়গার অভাবে একদম পরস্পরের গা ঘেঁষে বানানো। সেখানকার রাস্তাগুলোও বাড়ির ছায়ার কারণে সব সময় অন্ধকারাচ্ছন্ন থাকে। মোহাম্মদের (২৪) সঙ্গে তার বন্ধু লওরি ইদও ছিলেন। তিক্ত হেসে তিনি বলেন, দেখেন, এটা এখানে স্বাভাবিক ব্যাপার। তবে যেখানে কোনো কাজ নেই, সেখানে কোনো জীবনও নেই। একটু থেমে তিনি বলেন, তবে এখানকার মানুষের কাছে মাদক সহজলভ্য। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। তবে এখন বয়োজ্যেষ্ঠরা, এমনকি শিশু এবং নারীরাও এর করাল থাবা থেকে বাদ যাচ্ছে না। তাদের থেকে একটু দূরে এক শিশু দেয়ারে পিঠ ঠেকিয়ে বসে শূন্য দৃষ্টি মেলে আকাশের দিকে তাকিয়ে ছিল। সে একদম নড়াচড়া করছিল না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর তার সাড়া না পাওয়ায় মোহম্মদ সাংবাদিককে জানান, দেখতেই পাচ্ছেন কী অবস্থা এখানে। বেদদাউই ক্যাম্পের প্রধান সড়কে একটি ছোট ফার্মেসি চালান আহমেদ হাসান। তার দোকানের তাকগুলো প্রায় খালিই বলা চলে। তিনি বলেন, এখানে তরুণদের কোনো কাজ নেই। কোনো ওষুধ নেই। খাবারের দামও খুব চড়া হয়ে যাচ্ছে দিনদিন। তবে জীবনযাত্রার করুণ দশা, আসন্ন শীতকালে আরও নাজুক পরিস্থিতির শঙ্কার পরও অন্যদের মতো হাসানেরও প্রধান দুশ্চিন্তার বিষয় অ্যামফিটামিন নামের এক ধরনের মাদক। সেখানে একটা অ্যামফিটামিনের দাম কোনো কোনো খাবারের দামেও চেয়েও কম বলে তিনি জানান। অবৈধ মাদক লেবাননের অনেক সমস্যা মধ্যে একটি। তবে লেবাননের একাধিক সংকটের মতো এরও কোনো রাজনৈতিক সমাধান নেই বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মিডল ইস্ট আই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।