পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
আমাদের সমাজে মাদক সেবন মহামারি আকার ধারণ করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, মেধাবী শিক্ষিত তরুণ ও তরুণীদের একটি বৃহৎ অংশও এতে জড়িয়ে গেছে। যাদের উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার কথা, তারা এখন মাদকের ছোবলে নিজেদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই শিক্ষিত তরুণ তরুণীরা মাদকের টাকা যোগারের জন্য নানা অপরাধমূলক কর্মকান্ডেও লিপ্ত হচ্ছে। চুরি, ছিনতাই, এমনকি খুন করা থেকেও তারা পিছপা হচ্ছে না। তাছাড়া এখন মাদক এতটাই সহজলভ্য হয়ে গেছে যে আলু, পটল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ন্যায় বিভিন্ন জায়গায় অনায়াসে ক্রয়-বিক্রয় হচ্ছে। মাদক সেবন ও ক্রয়-বিক্রয় এখন আর গোপন জায়গায় সংঘটিত হচ্ছে না, বরং এসব কর্মকাণ্ড দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং এখনই আমাদের এই বিষয়ে ভাবতে হবে। নতুবা একসময় দেখা যাবে এই মাদক সেবন দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই মাদক এবং মাদক সেবন নির্মূলে কর্তৃপক্ষকে জোরালোভাবে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সেই সাথে বাড়াতে হবে জনসচেতনতা। পাশাপাশি নৈতিক শিক্ষায় তরুণ-তরুণীদের গড়ে তুলতে আমাদের আন্তরিক হওয়ার বিকল্প নাই।
মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।