পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত বেশ কিছু গ্রাম মাদকের ভয়াবহ ছোবলে জর্জরিত। রাত হলেই এসব এলাকার রাস্তার মোড়ে মোড়ে মাদকের আসর বসে। বিশেষ করে, চৌদ্দগ্রাম পৌরসভার অবস্থা খুবই ভয়াবহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের গ্রামগুলো যেন মাদকের তীর্থভূমিতে পরিণত হয়েছে। এতে বেশি শিকার হচ্ছে উঠতি বয়সী তরুণ প্রজন্ম। একশ্রেণির প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী তরুণদের হতে ধরিয়ে দিচ্ছে ইয়াবা-মদ-গাজাসহ অবৈধ মাদকদ্রব্য। নেশায় আশক্ত এসব তরুণ লিপ্ত হচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে, হারাচ্ছে সামাজিক মূল্যবোধ। অনেকে লেখাপড়া ছেড়ে দিয়ে সমাজ ও পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িছে। ফলে মাধ্যমিকের গন্ডি পার না হতেই অকালে ঝরে যাচ্ছে অনেক মেধাবী ছাত্র। এতে অভিবাকগণ হতাশ। প্রশাসনের নাকের ডগায় এতো কিছু হয়ে যাচ্ছে তারপরেও তাদের থামানোর যেন কেউ নেই। এই অপরাধ এখনই নিয়ন্ত্রণ করা না হলে, ভবিষ্যতে পুরো অঞ্চল মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত হবে।
মো. মনিরুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।