Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কফিন মিছিল ও সমাবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৬:৫৬ পিএম

জ্বালানি তেল-দ্রব্যমূল্য-গাড়ি ভাড়া বৃদ্ধি-দুর্নীতি বন্ধের দাবিতে প্রতিকী কফিন মিছিল ও সমাবেশ করেছে এনডিবি। জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ নভেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে এই প্রতিকী কফিন মিছিল ও সমাবেশ।সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, আব্দুর রহমান, মিজানুর রহমান, রাকিব ঢালী, ইভানা শাহীন প্রমুখ।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধ্বসের মুখে জনগনের পক্ষে না থেকে ভোগান্তি-দূর্ভোগ বাড়ানোর জন্য নির্মম সিদ্ধান্ত গাড়ি ভাড়া-জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়া আমজনতার জন্য শাখের করাত। তাই চাই দ্রুত দ্রব্যমূল্য-গাড়ি ভাড়া-জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরকার অবস্থান নেবে।

গাড়ি ভাড়া, জ্বালানি তেলের দাম ও দ্রব্যমূল্য সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে মোমিন মেহেদী বলেন, গাড়ি ভাড়াসহ সকল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম দ্রুত গঠনের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির সাথে আমজনতা ঐক্যবদ্ধ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিছিল ও সমাবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ