পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরে স্থলবন্দরের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম। গতকাল (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর শহরের নতুনপাড়া স্কুল মোড় থেকে একটি বিশাল মৌন মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও পেট্রো বাংলার বোর্ড ডিরেক্টর এমএএস ইমন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হোটেলবাজার তিন রাস্তার মোড়ে পৌঁছে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মৌন মিছিলে অংশ গ্রহণ ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন প্রমুখ। বাণিজ্যিক জেলা গঠনের লক্ষ্যে বক্তারা মেহেরপুরে স্থলবন্দর দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।