Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নেতাকর্মীদের উপর হামলা ও মামলা প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৭:২২ পিএম

আওয়ামী লীগ সরকার কর্তৃক পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের বৃদ্ধ ও ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আঃ রহিমের হত্যাসহ সকল গুম, হামলা, মামলার প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট(বৃহস্পতিবার) মতলব শহরের স্থানীয় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মনির চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপিসাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ তালুকদার, জসিম উদ্দিন পাটোয়ারী, বিল্লাল খান, নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নয়ন, শাহজাহান সাগর, অলি উল্লাহ ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মেহেদী হাসান মহসিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের আহবায়ক মজিব সরকার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাবের সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম মিয়াজী, সদস্য সচিব নাছির মিয়াজী, শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মোঃ জিশান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ