প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. সূর্যবংশী
২. ভাবাই
৩. লাভ স্টোরি
৪. থালাইভি
৫. চেহরে
সূর্যবংশী
রোহিত শেট্টি পরিচালিত অ্যাকশন ড্রামা।
১৯৯৩ সালে মুম্বাই মহানগরে সিরিজে বোমা বিস্ফোরণের ঘটনার পর পুলিশের তদন্তে বিস্ফোরকের কিছু অংশের হিসাব পাওয়া যায়। তদন্তের শেষে উলে¬খ করা হয় অধিকাংশ বিস্ফোরকের হদিস পাওয়া যায়নি। কিছু সন্ত্রাসীকে আটক করা গেলেও অনেকেই পলাতক রয়ে যায়। পুলিশের ধারণা সেই পলাতকদের কাছেই সেই বিস্ফোরক রয়ে গেছে। সেই বিস্ফোরক উদ্ধার না কর গেছে আরেকটি সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সেই লক্ষ্যেই পুলিশের সিনিয়র অফিসার কাবির শ্রফ (জাভেদ জাফরি) বীর সূর্যবংশীকে (অক্ষয় কুমার) ঘটনার তল করার দায়িত্ব দেয়।
স্ত্রী রিয়ার (ক্যাটরিনা কাইফ) সঙ্গে কিছু সমস্যা থাকলেও বীর তার তদন্ত শুরু করে দেয়। তদন্তের এক পর্যায়ে বীর বিস্ফোরণ আরডিএক্সের একটি সূত্র পায়, ধারণা করে এই বিস্ফোরকের সঙ্গে ৯৩’র বিস্ফোরকের যোগ আছে। সূত্র জানায় এ থেকে আগের চেয়ে বড়ে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটানো সম্ভব। বিস্ফোরক উদ্ধার যতটা সহজ মনে করেছিল ততট হবে না বুঝতে পারে। তার সঙ্গে যোগ দেয় তার পুরনো সহকর্মী সিম্বা (রণবীর সিং) এবং সিংহম (অজয় দেবগন)। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা এমন আভাস পায় তাদের দল, সমাধান করার জন্য সময়ের বিপরীতে ছুটতে থাকে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।