মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ইউএনআরডব্লিউএকে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি)। জাতিসংঘের এ সংস্থাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার আর্থিক দুরাবস্থা দূর করতে কাতার বেশ কয়েকবার এমন মিলিয়ন মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। ওই সময় আর্থিক দুরাবস্থার কারণে এ (মধ্যপ্রাচ্য) অঞ্চলের ফিলিস্তিনি শরণার্থীদের বিভিন্ন সেবা দেয়ার ক্ষেত্রে বিপাকে পড়েছিল জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। সোমবার ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সাধারণ কমিশনার ফিলিপ লাজারিনি দোহায় যান একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে। ওই বৈঠকে ইউএনআরডব্লিউএকে সহায়তার বিষয়ে আলোচনা হয়। ৫০ লাখ নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবা প্রদানের জন্য কাতারেরএ আর্থিক সহায়তা ব্যবহার করা হবে। ইউএনআরডব্লিউএ-এর সাধারণ কমিশনার ফিলিপ লাজারিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ১০ বছরে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসঙ্ঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সহায়তা বাড়ানো হয়নি। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এ জাতিসংঘ সংস্থাটিই একমাত্র ভরসা। বর্তমানে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে এসব ফিলিস্তিনিরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।