Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয় কারাতেকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৭:৪৪ পিএম

আন্তর্জাতিক কারাতে ফেডারেশনের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আরব আমিরাতে যাচ্ছেন বাংলাদেশের ছয় কারাতেকা। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। বৃহস্পতিবার ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ডা. মোজাম্মেল হক খান। এ সময় সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা ও কোচ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ডা.মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমরা বড় কিছু করতে পারবো না হয়তো। তবে ভাল খেলা উপহার দেবে বাংলাদেশ দল।’

আসরে অংশ নিতে শনিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন লাল-সবুজের কারাতেকারা। এরা হলেন - নুমে মারমা, হাসান খান, মারজান আক্তার, হোমায়রা আক্তার ও আল-আমিন। আগে থেকেই দুবাইয়ে প্রশিক্ষণে রয়েছেন মোহাম্মদ রমজান। এই দলের সঙ্গে কংগ্রেস, কোচেস, জাজেজ পরীক্ষা দিতে এবং কোচ হিসেবে যাচ্ছেন আরো সাত জন। ২০১০ সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী হাসান খান বলেন, ‘দুবাইতে আমাদের বড় পরীক্ষা। হয়তো পদক জিততে পারবো না। আমাদের চেষ্টা থাকবে সেরাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আসা।’ ২০১৯ নেপাল এসএ গেমসে স্বর্ণসহ তিনটি পদক জয়ী হোমায়রা আক্তার অন্তরা বলেন, ‘নেপালে স্বর্ণপদক জিতেছি। দুবাইয়ে আমাদের বড় পরীক্ষা। আমাদের জন্য দোয়া করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাতে

৩১ জুলাই, ২০২২
৭ এপ্রিল, ২০২১
১৭ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ