Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় আন্তার্জাতিক কারাতে সেমিনার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৮:৩৭ পিএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসে পাঁচটি (২০১০ সালে দুটি ও ২০১৯ সালে তিনটি) স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের কারাতেকারা। তাই এ খেলাটির প্রতি আগ্রহ জন্মেছে নতুন অনেক ক্রীড়াবিদের। এর উপর ভিত্তি করেই নতুন কারাতে কোচও তৈরী হচ্ছেন দেশে। এবার কারাতে ব্লাকবেল্ট পাওয়া দেশের তিন শতাধিক কারাতেকাদের নিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সিতোরিও কারাতে দো সংগঠনটি। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোম ও মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে কোচিং করাবেন জাপান কারাতে ফেডারেশনের ব্লাকবেল্ট প্রাপ্ত কোচ হারা ইফসুতোমি এবং বাংলাদেশে অবস্থানরত নেপাল এসএ গেমসে তিন স্বর্ণপদক এনে দেওয়া জাপানি কোচ কিতামুরা তেতসুরো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ