Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কারাতে’ কিকে লাল কার্ড, ক্ষমা চাইলেন জেসুস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০০ এএম

দৌড়ে গিয়ে শূন্যে ভেসে মুখে লাথি! ঠিক যেন ‘কারাতে’ কিক। ফাইটিং মুভির কোনো দৃশ্য নয়। এ ঘটনা ঘটেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। গতকাল চিলির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে লাথি দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ১০ জন নিয়ে খেলেও ব্রাজিল উঠেছে কোপা আমেরিকার সেমিফাইনালে। বিপদ থেকে বেঁচেছেন গ্যাব্রিয়েল জেসুসও। মাঠে ‘কারাতে’ কিক দিয়ে শুধুমাত্র লাল কার্ডে পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রাজিলের এ ফরোয়ার্ড।
চিলির গোলরক্ষক লম্বা পাসে বল দিয়েছিলেন চিলির লেফটব্যাক ইউজেনিও মেনারকে। বল নিতে গিয়ে মুখে লাথি মেরে বসেন জেসুস। সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয় ম্যানচেস্টার সিটির তারকাকে। এমন ঘটনা ঘটনার পর বেশ বিচলিত দেখা যায় তাকে। ঘাবড়ে যান তিনি। খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন জেসুস। ফেসবুক পেজে জেসুস লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি এমন একটি ভুল করেছি, যাতে দলের ক্ষতি হতে পারত। কিন্তু দলটা শক্তিশালী। আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাই এবং আমি সব সময় ভুল থেকে শিখব। মেনা সুস্থ আছে জানার পর স্বস্তি লাগছে এবং ওর সঙ্গে কথাও বলেছি।’ আগামীকাল ভোরে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। প্রসঙ্গত, ২০১৯ কোপা আমেরিকাকে পেরুর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন জেসুস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাতে

৩১ জুলাই, ২০২২
৭ এপ্রিল, ২০২১
১৭ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ