Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে মেয়েদের কারাতে প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অলাভজনক প্রতিষ্ঠান ফয়েজ ফাউন্ডেশন একটি যুগান্তকারী কর্মসূচী গ্রহণ করেছে। আর তা হলো, আত্মরক্ষার কৌশল শেখাতে এই প্রতিষ্ঠানটি সারাদেশের মেয়েদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। মূলত ইভটিজিং, যৌননিপিড়নের মতো অসামাজিক কার্যকলাপ রুখতেই তাদের এই উদ্যোগ। বিনামূল্যে মেয়েদের কারাতে প্রশিক্ষণের এই কর্মসূচী গতকাল থেকে শুরু হয়। এদিন বনানীস্থ ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গনে ৩০ জন তরুণীকে দিনব্যাপী কারাতের বিভিন্ন কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে কোচ মো: জসিম উদ্দিন। তাকে সহায়তা করেন জাতীয় নারী কারাতে খেলোয়াড় সুমি। কর্মসূচীর উদ্বোধন করেন ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মাজেদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মিসেস ফেরদৌস বেগম, পরিচালক তারেক আব্দুল্লাহ ও ফাউন্ডেশনের ক্রীড়া উপদেষ্টা হুমায়ুন সম্রাটসহ অন্যান্যরা। পর্যায়ক্রমে দেশব্যাপী বিনামূল্যে দশ হাজার মেয়েকে কারাতে প্রশিক্ষণ দেবে এই প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ