বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জের জাল ভোট দেওয়ার অভিযোগে মো.জুয়েল (২৫) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ
আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের কারাদ- দেওয়া হয়। দ-প্রাপ্ত জুয়েল উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাক্কু মিয়ার পুরাতন বাড়ির মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক হাজীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কেন্দ্রে পরে দুপুর ১২টার দিকে জাল ভোট দিতে যায়। এসময় উপস্থিত এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম তাকে পাঁচ দিনের কারাদ- দেন।
নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, একই সময়ে জাল ভোট দেওয়ার অপরাধে কামরুল হাসান (১৭) নামে কিশোরকে আটক করা হয়। সে উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মালেক মেম্বার বাড়ির মৃত শাহ আলমের ছেলে। বয়সে শিশু হাওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।