মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলন থেকে দেশটিতে সব পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনের সমাপনী বিবৃতিতে বলা হয়েছে, সর্বাত্মক সরকার গঠিত হতে হবে আফগানিস্তানের সকল জনগণের অংশগ্রহণের মধ্যদিয়ে। বুধবার অনুষ্ঠিত সম্মেলনে ইরান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেন।
সম্মেলনের সমাপনী বিবৃতিতে আফগানিস্তানের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি দেশটিতে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা হয়।সেইসঙ্গে আফগানিস্তান যাতে অন্য দেশের বিরুদ্ধ হামলার কাজে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত না পারে সে আহ্বানও জানানো হয়েছে।
নয়াদিল্লি সম্মেলনের সমাপনী বিবৃতিতে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান বন্ধে সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়। নয়াদিল্লি সম্মেলনে চীন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও দেশ দু’টি কোনো প্রতিনিধি পাঠায়নি।এছাড়া, আফগানিস্তানের তালেবানকে এ সম্মেলনে আমন্ত্রণই জানানা হয়নি।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।