Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনের সফরে ইসলামাবাদে আফগান পররাষ্ট্রমন্ত্রী

ট্রোইকা প্লাস বৈঠক আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তৃত আলোচনা এবং ট্রোইকা প্লাস বৈঠকে অংশগ্রহণের জন্য আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানে তিন দিনের সফরে গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছেছেন। আজ ইসলামাবাদে ট্রোইকা প্লাস-এর বৈঠক অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে একজন আফগান মন্ত্রীর এটাই প্রথম পাকিস্তান সফর। মুত্তাকি ছাড়াও তালেবান সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির জন্য স্থল প্রস্তুত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে ইসলামাবাদ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন থেকে আগত বিশেষ দূতদেরও স্বাগত জানিয়েছে।
ডন ডটকমের প্রাপ্ত প্রতিনিধিদের একটি তালিকা অনুসারে মুত্তাকি অর্থমন্ত্রী হিদায়াতুল্লাহ বদ্রী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজ এবং বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি ২০ সদস্যের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক, আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর খান, বাণিজ্য উপদেষ্টা আবদুর রাজাক দাউদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে নুর খান এয়ারবেসে স্বাগত জানান। ইসলামাবাদে আফগান দূতাবাসে তালেবানের প্রতিনিধি সাকাইব আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সফরকালে আফগান মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। মুত্তাকি চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সাথেও দেখা করবেন, যারা আজকের নির্ধারিত ট্রোইকা প্লাস-এর বৈঠকে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র দফতর বলেছে যে, মুত্তাকির সফরটি ২১ অক্টোবর কুরেশির কাবুল সফরের ফলোআপ হিসাবে ঘটছে। পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘মতবিনিময় পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের ওপর কেন্দ্রীভূত হবে যার একটি বিশেষ ফোকাস বর্ধিত বাণিজ্য, ট্রানজিট বাণিজ্য, আন্তঃসীমান্ত চলাচল, স্থল ও বিমান যোগাযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগের ওপর থাকবে।
কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেছেন যে, সফরকারী প্রতিনিধি দল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি অর্থনীতি, ট্রানজিট, শরণার্থী এবং জনগণের চলাচলের জন্য সুবিধা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবে।
পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে তালেবান কর্মকর্তাদের ইসলামাবাদে আফগান দূতাবাসের পাশাপাশি পেশোয়ার, করাচি এবং কোয়েটায় কনস্যুলেটের নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকিস্তানি কর্মকর্তা একদিন আগে ডন ডটকমকে বলেছিলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সফর হবে, কারণ মুত্তাকি তালেবান কর্তৃপক্ষের একজন গুরুত্বপূর্ণ সদস্য’।
কুরেশি তার কাবুল সফরের সময় মুত্তাকির সাথে বিশদ আলোচনা করেছিলেন, যাকে কর্মকর্তারা বলেছেন যে, আগামী দিনে দুই দেশের মধ্যে একটি বহু-ক্ষেত্রগত সম্পৃক্ততার ভিত্তি স্থাপন করেছে যা বর্ধিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার যুগের সূচনা এবং মানুষে মানুষে বন্ধন সৃষ্টি করতে পারে।
উভয় পক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামো যেমন আফগানিস্তান-পাকিস্তান অ্যাকশন প্ল্যান ফর পিস অ্যান্ড সলিডারিটি (এপিএপিপিএস) মতভেদ দূর করতে এবং উভয় পক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দূর করতে সম্মত হয়েছিল।
১৫ আগস্ট কাবুলের পতনের পর থেকে পাকিস্তান আফগানিস্তানে নতুন ব্যবস্থার সাথে জড়িত থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করছে। একজন পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, ট্রোইকা প্লাস আফগান স্টেকহোল্ডারদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রুপিং।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই চারটি দেশ সম্মিলিতভাবে তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, মানব ও নারী অধিকার সুরক্ষা এবং আফগান মাটি সন্ত্রাসীদের পুনর্ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে আসছে। সূত্র : ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ