Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: ওবায়দুল কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ২:৪৪ পিএম

শহিদ নূর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজধানীর জিরো পয়েন্টে বুধবার সকালে শহিদ নূর হোসেন দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘শহিদ নূর হোসেনের আত্মত্যাগ আমাদের ইতিহাসের এক গৌরবময় মাইলফলক।’

আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা বলেন, ‘আমাদের নেত্রী, তখনকার বিরোধী দলের নেত্রী, সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে। আজকের এই দিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খল মুক্তি ঘটলেও, গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে।’

জিরো পয়েন্টে এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণতন্ত্র

২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ