পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, দমন-পীড়ন করে গণ-আন্দোলন ঠেকানো যাবে না। বর্তমান জনবিচ্ছিন্ন অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে। তাই জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজধানীর মোহাম্মাদপুর টাউনহলের সামনে গতকাল জোটের প্রচারণায় অংশ নিয়ে মঞ্চের নেতারা এসব কথা বলেন। আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে এ প্রচারণায় অংশ নেন নেতারা। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কর্মসূচিতে সাইফুল হক, জোনায়েদ সাকি, তানিয়া রব, মোমিনুল ইসলাম, আখতার হোসেনু, রাশেদ খান, বহ্নি শিখা জামালী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাচ্চু ভুইয়া, আকবর খান, কবির হাসান, ইমরান ইমন প্রমুথ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।