বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুর সংযোগ সড়কের জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও থ্রী হুইলারের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হচ্ছে, থ্রী হুইলারের যাত্রী নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫)। সোমবার বরিশালের বাকেরগঞ্জের দিক থেকে সিএনজি চালিতঁ থ্রী হুইলারটি বরিশাল নগরীর দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক যাত্রী নির্মাণ শ্রমিক নাসিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া নাসির নামে আরো একজন আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে নলছিটি থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।