মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের অক্টোবরে রেকর্ড পরিমাণ মাসিক বাণিজ্য করেছে দেশটি। গত বছরের অক্টোবরের তুলনায় ২৭.১ শতাংশ রপ্তানি বেশি করেছে চীন।
জানা গেছে, গত বছরের অক্টোবরে ৩০০,২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্য করেছিল চীন। এবার সেই পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। চীনের কাস্টমস বিভাগের জেনারেল অ্যাডমনিস্ট্রেশন থেকে গতকাল রবিবার দেওয়া তথ্য এটি বলছে।
জানা গেছে, ডাবল ডিজিটের প্রবৃদ্ধির ১৩ তম মাস ছিল অক্টোবর। ২২.৮ শতাংশ লাভের যে প্রত্যাশার কথা অর্থনীতিবিদরা বলছিলেন, অক্টোবরে তা ছাড়িয়ে গেছে। এদিকে আমদানি বেড়েছে ২০.৬ শতাংশ; ফলে ৮৪.৫৪ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার আগে বাণিজ্য যে পর্যায়ে ছিল, বর্তমানে তার চেয়ে বেশি বাণিজ্য হচ্ছে চীনে। ২০২০ সালের যে কোনো মাসের তুলনায় বেশি রপ্তানি হয়েছে এ বছরের অক্টোবর মাসে।
করোনাভাইরাস মহামারি, রিয়েল এস্টেট মন্দার কারণে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, বিদ্যুতের ঘাটতির ফলে শিল্প উৎপাদনে ধীর গতির ফলে চীনের অর্থনীতি মন্থর হয়ে পড়েছিল। তবে রপ্তানি বাণিজ্য বেড়ে যাওয়ায় চীনের অর্থনীতি আরো চাঙা হয়ে উঠছে।
অবশ্য বিশ্বব্যাপী বাণিজ্য এ বছর রেকর্ড পরিমাণে হচ্ছে। কারণ বিশ্বজুড়ে অর্থনীতি ২০২০ সালে করোনাভাইরাস মহামারিজনিত লকডাউনের মন্থর হয়ে পড়েছিল; এ বছর তা থেকে পুনরুদ্ধার চলছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।