মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অক্টোবর মাসের শুরু থেকেই তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে(এডিআইজেড) বারবার প্রবেশ করেছে চীনের যুদ্ধ বিমান। কিন্তু গত শনিবার তারা সব চেয়ে বেশি বিমান তাইওয়ানের এডিআইজেডে পাঠালো।
ইইউ প্রতিনিধিদল তাইপেই থেকে যাওয়ার একদিন পর চীনের ১৬টি যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন-এ প্রবেশ করলো। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬টি চীনা যুদ্ধবিমান তাদের এডিআইজেড-এ ঢোকে। সঙ্গে সঙ্গে তারা রেডিও সতর্কবার্তা পাঠায় এবং পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করে। এই নিয়ে সম্প্রতি মোট ১৫০টি চীনা যুদ্ধবিমান এডিআইজেডে প্রবেশ করলো।
এডিআইজেড হলো তাইওয়ান উপকূলের কয়েকশ কিলোমিটার জুড়ে থাকা আকাশসীমা। এটা তাইওয়ানের সার্বভৌম আকাশসীমার থেকেও বড় এবং উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। জাতীয় সুরক্ষার কথা ভেবেই এডিআইজেড চিহ্নিত করা হয়। এটা কোনো আন্তর্জাতিক চুক্তির অংশ নয়। এডিআইজেডে কোনো বিমান ঢুকলে তাইওয়ানের কর্তৃপক্ষ তাদের পরিচয় জানাতে বলতে পারেন এবং কোন উদ্দেশ্যে তারা সেখানে ঢুকেছে তা জানতে চাইতে পারেন।
চীনের বিমান নিয়মিত তাইওয়ানের এডিআইজেডে ঢুকলেও তাদের সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। ইইউ প্রতিনিধিদলের তিনদিনের সফর শেষ হওয়ার একদিন পরেই তাইওয়ানের এডিআইজেডে যুদ্ধবিমান পাঠালো চীন। ইইউ পার্লামেন্টের সাত সদস্য প্রতিনিধিদলে ছিলেন। গতমাসে পার্লমেন্টে প্রস্তাব নেয়া হয়েছে, ইইউ-র সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরো ঘনিষ্ট করা হবে। তারপরই এই প্রতিনিধিদল তাইওয়ান এসেছিলেন।
চীনের দাবি, তাইওয়ান তাদের অংশ। তাই বিদেশি কোনো প্রতিনিধিদল তাইওয়ানে এলে চীন মনে করে, তাদের উসকানি দেয়া হচ্ছে। কিন্তু ইইউ-র প্রতিনিধিদল জনিয়েছিল, চীনকে উসকানি দেয়ার কোনো প্রশ্নই নেই। তারা এসেছে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার জন্য। সূত্র: এপি, রয়টার্স, ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।