মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা সঙ্কটের মধ্যেই প্রাদেশিক গভর্নর, পুলিশ প্রধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তালেবানের ৪৪ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার এ নিয়োগ দেয়া হয়।
জানা গেছে, রোববার নানা পদে নিয়োগ দিয়ে তালেবান তাদের ৪৪ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করে। কাবুলের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কারি বারিয়ান। এ ছাড়া তালেবান নেতা ওয়ালি জান হামজা কাবুলের পুলিশপ্রধান হয়েছেন। গত সেপ্টেম্বরে মন্ত্রিসভা গঠনের ঘোষণার পর এবারই প্রথম এত বড় পরিসরে নিয়োগ দিল তালেবান সরকার।
এত দিন কাবুলের নিরাপত্তাপ্রধান ছিলেন হামিদুল্লাহ মোখলিস নামের তালেবানের এক শীর্ষ নেতা। ২ নভেম্বর কাবুলে একটি সামরিক হাসপাতালে হামলা হয়। ওই হামলায় হামিদুল্লাহ মোখলিসসহ অন্তত ১৯ জন নিহত হন। তালেবানের দাবি, হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে হামিদুল্লাহ মোখলিসের মৃত্যু হয়।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। দুই দশকের যুদ্ধ শেষে দেশে নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরপর মসজিদসহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস-কে। দেশটির অর্থনীতিও ভয়াবহ সঙ্কটে পড়েছে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।