প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমাটি বাংলাদেশ থেকে অস্কারের সাধারণ প্রতিযোগিতা বিভাগে লড়তে যাচ্ছে। অস্কারের ৯৪তম আসরে এটি লড়াই করবে বলে জানান গাজী রাকায়েত। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে। ইংরেজিতে এর নাম ‘দ্য গ্রেভ’। সিনেমাটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে। ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিকভাবে মুক্তির কারণে অস্কারের সাধারণ ক্যাটাগরিতে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে সিনেমাটি। গাজী রাকায়েত বলেন, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর। তবে আমরা এখনো অস্কারে পৌঁছতে পারিনি। আমাদের সিনেমাগুলো মাত্র জমা দেয়া হয়েছে। তারা শর্টলিস্ট করবে। তখনই আমরা অস্কারের মূল পর্বে যেতে পারবো। গোর অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়ার সুযোগ পাবে। তিনি বলেন, সাধারণ বিভাগে সিনেমা জমা দিতে হলিউডের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হয়। আমরা সেই পরিকল্পনা থেকেই আমেরিকার হলে মুক্তি দিয়েছিলাম। সিনেমাটি ২১টি প্রদর্শনী হয়েছিল। এ কারণে এটা আমেরিকার অন্য সিনেমার মতোই সাধারণ বিভাগে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।