Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নভেম্বরে আসছে স্নুপ ডগের নতুন অ্যালবাম ‘অ্যালগোরিদম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

‘টুনাইট শো’র উপস্থাপক জিমি ফ্যালনকে র‌্যাপ গায়ক স্নুপ ডগ ডেফ জ্যাম রেকর্ডসের ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্রাটেজিক কনসালটেন্ট হিসেবে তার নতুন দায়িত্ব এবং নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। গায়ক জানান ‘ফ্রম দা স্ট্রিটস টু দা স্যুইটস’-এর পর তার নতুন আর উনিশতম অ্যালবামটির নাম হচ্ছে ’অ্যালগোরিদম’। স্নুপ জানান নতুন এই অ্যালবামে তার সঙ্গে সঙ্গীতের খ্যাতিমান আরও কিছু ব্যক্তিত্ব’র সংশ্লিষ্টতা থাকবে আর মুক্তি পাবে নভেম্বরে। ‘শৈশব থেকেই আমি ডেফ জ্যাম রেকর্ডসের ভক্ত, জানতাম সেখানে প্রতিভাবানরা কাজ করে, আর সেখানে আমার জন্য সুযোগ অপেক্ষা করছে। আমার কিছু পরামর্শ আর নির্দেশনা নিয়ে এই অ্যালবাম তৈরি হয়েছে,’ তিনি ফ্যালনকে বলেন। স্নুপ ‘ফ্যালন শো’এ অতিথি হয়ে এসেছিলেন স্টার্জের ‘বিএমএফ’-এ তার প্যাস্টর ভূমিকা এছাড়া তিনি ‘দি অ্যাডামস ফ্যামিলি টু’তে তার ভয়েস ভূমিকা কাজিন ইট সম্পর্কে কথা বলেছেন। ক্যালভিন কর্ডোজা ব্রোডাস জুনিয়র ওরফে স্নুপ ডগ র‌্যাপ গান গাওয়া এ লেখা ছাড়াও অভিনয় করে থাকেন এবং সফল ব্যবসায়ী। ১৯৯২ সালে ডক্টর ড্রে’র সঙ্গে ‘ডিপ কাভার’ গানটি গেয়ে খ্যাতি লাভ করেন। ডক্টর ড্রে’র ‘দ্য ক্রনিক’ অ্যালবামেও তিনি গান গেয়েছেন। যুক্তরাষ্ট্রে তার ২৩ মিলিয়ন এবং বিশ্বে তার ৩৫ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালগোরিদম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ