Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:২৫ পিএম

এবার চীনেও শুরু হয়েছে ‘মিটু’ আন্দোলন। দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সেখানকার অন্যতম জনপ্রিয় টেনিস তারকা পেং শুয়াই। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক পোস্টে পেং অভিযোগ করেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে যৌন সম্পর্ক করতে তাকে বাধ্য করেন।

পেংয়ের এ উইবো পোস্টের পর চীনে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, চীনের শীর্ষ একজন রাজনীতিকের বিরুদ্ধে এবারই প্রথম এ রকম অভিযোগ উঠল। তবে পেংয়ের অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ঝ্যাং। টেনিস ডাবলে একসময়ের সেরা ওয়ান পেং এমন অভিযোগ তোলার পর তার ওই উইবো পোস্ট চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। অভিযুক্ত ঝ্যাংয়ের বয়স এখন ৭৫ বছর। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি চীনের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ঝ্যাং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ।

টেনিস তারকা পেং শুয়াই উইবো পোস্টে লিখেছেন, ‘আপনাদের কাছে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত একজনকে আমি চিনি। তিনি হলেন উপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলি। আপনারা বলবেন, আপনি ভীত নন। আপনারা হয়তো এটাকে আগুন নিয়ে খেলে ধ্বংস হওয়ার কথা বলবেন। কিন্তু আমি আপনাদের সত্যটা জানাব।’ পেংয়ের অভিযোগ, টেনিস খেলার জন্য একবার ঝ্যাংয়ের বাড়িতে যাওয়ার পর তিনি প্রথমবার নিপীড়নের শিকার হন। তিনি লিখেছেন, ‘ওই দিন বিকেলে আমি বাধ্য হয়েছিলাম। কান্না থামাতে পারছিলাম না। আপনি (ঝ্যাং গাওলি) আমাকে আপনার ঘরে নিয়ে গেলেন এবং (শারীরিক) সম্পর্ক তৈরিতে বাধ্য করলেন।’

পেং শুয়াই (৩৫) অবশ্য স্বীকার করেছেন, তিনি এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না। তিনি লিখেছেন, ‘আমার কাছে কোনো প্রমাণ নেই এবং এর কোনো প্রমাণ রেখে যাওয়া অসম্ভব। আপনি সব সময় ভয়ে ছিলেন যে আমি হয়তো প্রমাণ রাখার জন্য কোনো টেপ রেকর্ডার বের করব। কিন্তু আমার কাছে অডিও রেকর্ড বা ভিডিও ফুটেজ নেই। শুধু রয়েছে বিকৃত কিন্তু সত্যিকার এক অভিজ্ঞতা।’

টেনিস ক্যারিয়ারে পেং শুয়াই দুবার উইমেন ডাবলসে গ্রান্ড স্ল্যাম জিতেছেন। প্রথমবার ২০১৩ সালে উইম্বলডনে এবং দ্বিতীয়বার ২০১৪ সালে রোল্যান্ড গ্যারস টুর্নামেন্টে। দুবারই তার গ্রান্ড স্ল্যাম জয়ের সঙ্গী ছিলেন তাইওয়ানের জনপ্রিয় টেনিস তারকা সেই সু-ওয়েই। চীনে যৌন নিপীড়ন নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব #মিটু অভিযোগ উঠেছে, এর মধ্যে অন্যতম এই টেনিস তারকার উইবো পোস্ট। ২০১৮ সালে একজন জনপ্রিয় টিভি উপস্থাপক ঝৌ শিয়াজুয়ান একটি অনলাইন নিবন্ধে এমন অভিযোগ তোলেন। তার অভিযোগ ছিল দেশটির আরেক টিভি ব্যক্তিত্ব ঝু জানের বিরুদ্ধে। সূত্র: বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ