Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ১০টি ট্রাক আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:১২ পিএম

বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার বেসরকারি একটি পাকিংয়ে তুলাসহ বিভিন্ন আমদানি পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ১০টি ট্রাক আগুনে পুড়ে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
রোববার (০৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় পেট্রাপোল বন্দরের জয়ন্তিপুর লক্ষী পাকিংয়ে এ ঘটনা ঘটে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারণে এসব ট্রাক বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি পণ্য নিয়ে বেসরকারি পাকিংয়ে দাঁড়িয়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন লাগে। তবে এসব পাকিংয়ে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আমদানি পণ্যসহ ট্রাক পুড়ে যায়। এতে বাংলাদেশি আমদানিকারকেরা সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় আশপাশের এলাকায় বেসরকারি পাকিংয়ে আমদানি পণ্য নিয়ে ট্রাক প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সেখানে অগ্নি নির্বাপণের কোন ব্যবস্থা নাই। তাই আগুন লেগে সাথে সাথে ট্রাকসহ আমদানি পণ্য পুড়ে ছাই হয়। বন্দরের নিজস্ব পাকিংয়ে থাকলে হয়তো এ দুর্ঘটনা হতো না।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারত অংশে একটি পাকিংয়ে দাঁড়িয়ে থাকা ১০টি তুলার ট্রাকে আগুন লেগে পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ