Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ুদূষণ : বেইজিংয়ে মহাসড়ক ও মাঠে খেলাধুলার কার্যক্রম বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১০:০৬ এএম

চীনের রাজধানী বেইজিংয়ের মহাসড়ক ও স্কুলের খেলার মাঠ বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ুদূষণের তীব্রতার কারণে শুক্রবার এগুলো বন্ধ করে দেওয়া হয়।

চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার (৫ নভেম্বর) দেশটির উত্তরাংশ ভারী ধোঁয়ার চাদর দিয়ে ঢেকে গেছে। বেশ কিছু এলাকায় ২০০ মিটারের কম দূরত্বের জিনিসও চোখে দেখা যাচ্ছে না। যার কারণে বেইজিংয়ের স্কুলগুলোতে শরীর চর্চা ও মাঠে খেলাধুলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংহাই, তিয়ানজিন ও হারবিনের মতো বড় শহরগুলোতে দৃষ্টিসীমা কমে যাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, শুক্রবার সকালের আবহাওয়া জনসাধারণের জন্য ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ছিল। বাতাসে ক্ষুদ্রকণা বা পিএম ২ দশমিক ৫ এর মাত্রা প্রায় ২৩০ ছিল। অথচ বিশ্ব স্বাস্থ্য নির্ধারিত পিএম ২ দশমিক ৫ এর মাত্রা হচ্ছে ১৫।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী দেশ হচ্ছে চীন। সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় দেশটি বিদ্যুৎ উৎপাদনে নতুন করে কয়লা ব্যবহার করা হচ্ছে। এতে দেশটিতে কার্বন নিঃসরণের মাত্রা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্যে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ২৬ সম্মেলনে হাজির ছিলেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বরং তিনি সেখানে লিখিত ভাষণ পাঠিয়েছেন। সূত্র : সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ