Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তকারী আইনজীবীদের বিরুদ্ধে মামলা ভারতীয় পুলিশের

ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:২৫ এএম

ভারতীয় পুলিশ বুধবার দু’জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে, যারা গত মাসে ত্রিপুরার যে সহিংসতায় মসজিদ এবং মুসলমানদের মালিকানাধীন সম্পত্তির ক্ষতি হয়েছিল তা তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির অংশ ছিলেন। দ্য ওয়্যার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
আইনজীবী মুকেশ এবং আনসার ইন্দোরি গত মঙ্গলবার ‘ত্রিপুরায় মানবতা আক্রান্ত; মুসলিমদের জীবন গুরুত্বপূর্ণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন যাতে গত মাসে সহিংসতার সময় বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের মতো কট্টরপন্থী সংগঠনগুলোর হামলায় অন্তত ১২টি মসজিদ, নয়টি দোকান, মুসলমানদের তিনটি বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
আইনজীবীরা মুসলিম স¤প্রদায়কে লক্ষ্য করে সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করার জন্য ২৯ অক্টোবর ত্রিপুরায় গিয়েছিলেন এমন একটি চার সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের একটি অংশ। আইনজীবীদের সংকলিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, সা¤প্রতিক সহিংসতা ‘প্রশাসন, চরমপন্থী সংগঠন এবং উচ্চাভিলাষী রাজনীতিবিদদের স্বার্থের দায়িত্বহীনতার ফলাফল।
১৫ অক্টোবর বাংলাদেশে বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করার পর ত্রিপুরা রাজ্যের মুসলিম জনসংখ্যার বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর জন্য দক্ষিণপন্থী চরমপন্থী সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ করেছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ‘সমাবেশ চলাকালে হিন্দুত্ববাদীরা মুসলমান স¤প্রদায়ের বিরুদ্ধে সেøাগান দেয় এবং মসজিদ ও বাড়িতে হামলা চালায়’। তবে, পুলিশ জানিয়েছে যে, আইনজীবীরা সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিষয়ে জাল তথ্য ছড়িয়ে দেওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মুকেশ নামের একজন আইনজীবীকে উদ্ধৃত করে দ্য ওয়্যার বলেছে, ‘আমরা যা দেখেছি তা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। আমরা প্রতিবেদন প্রকাশ করার সময় দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেছিলাম এবং তারপরে অনুষ্ঠানটির একটি ফেসবুক লাইভ করেছি। আমার মনে হয় এ ফেসবুক লাইভে তাদের সমস্যা ছিল’। আইনজীবীদের ১০ নভেম্বর পশ্চিম আগরতলা থানায় হাজির হওয়ার নির্দেশও দিয়েছে পুলিশ।
মুসলমানদের মালিকানাধীন মসজিদ ও সম্পত্তিতে হামলার পর সা¤প্রতিক সপ্তাহগুলোতে ত্রিপুরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২৯ অক্টোবর ত্রিপুরা হাইকোর্ট সহিংসতার একটি স্বতঃপ্রণোদিত নোটিশ নিয়েছিল এবং সরকারকে ১০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। সূত্র : ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ