Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর মোহনপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৬:১৬ পিএম

রাজশাহীর মোহনপুরে বিউটি খাতুন নামে (২০) নামে কলেজ ছাত্রীর আত্মহত্যা। ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই’ এমন একটি নোট লিখে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিউটি খাতুন। তার বাড়ি উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের সাইদুর রহমানের মেয়ে। মোহনপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের প্রথম বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, বিউটি খাতুন ছোট বেলা থেকে মোহনপুর মেডিকেকের গেটের পূর্ব পাশে খালু মো. হবিবর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করতেন। বুধবার রাত ১১ টার পর নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। রাতে যেকোন সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই’ কাগজে এমন একটি নোট লিখে রেখে তীরের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তবে লাশটি দড়ি ছিড়ে ঘরে মেজেতে পড়েছিল। বৃহস্পতিবার সকালে নিহতের খালা শরিফা বেগম শয়ন ঘরের মেজেতে লাশ দেখতে পেয়ে মোহনপুর থানার পুলিশ খবর দেন। নিহত কলেজছাত্রী বিউটি খাতুনের খালু হরিবর রহমান জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস মোহনপুর থানার ওসি তদন্ত মো. তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার আগে লিখে যাওয়া নোটটি উদ্ধার করেছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন পুলিশ। থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের লোকজন কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ